২২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫১, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৫৩, ২২ অক্টোবর ২০২৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান

চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া, রাখাইনে মানবিক করিডোর স্থাপন, মুক্তিযুদ্ধ ও সংবিধানের চার মূলনীতি নিয়ে ষড়যন্ত্র, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান রুখতে গণমানুষের ঐক্যসংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। সমাবেশটি অনুষ্ঠিত হয় আগামী ১৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কমিউনিস্ট পার্টির জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী। বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সদস্য আ. হাই শরীফ, জাকির হোসেন, মনিরুজ্জামান চন্দন এবং শ্রমিক নেতা ইকবাল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, “চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া ও রাখাইন প্রদেশে মানবিক করিডোর স্থাপনের সিদ্ধান্ত দেশবিরোধী আন্তর্জাতিক ভূরাজনৈতিক চক্রান্তের অংশ। এতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”

তারা আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত উদ্বেগজনক। দেশে মার্কিন আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। দেশের বন্দর সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়া যাবে না, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, “মুক্তিযুদ্ধ ও সংবিধানের চার মূলনীতি- জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বের ভিত্তি। এ নিয়ে কোনো আপস নয়।”

তারা অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। ইউনূস সরকারের নীতি এই উগ্রবাদী শক্তিকে পুষ্টি জোগাচ্ছে এবং তাদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার মিশন এগিয়ে নিচ্ছে। এই মিশন প্রতিহত করতে সিপিবির সংগ্রামে যুক্ত হতে হবে।”

সর্বশেষ

জনপ্রিয়