২২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৬, ২২ অক্টোবর ২০২৫

শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের দুইজন

শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের দুইজন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের দুইজন। তারা হলেন আমজাদ ফয়সাল আহমেদ ও মো. শাহাবুদ্দিন। কমিটিতে সদস্য পদে রয়েছেন তারা।

মঙ্গলবার (২২ অক্টোবর) শ্রমিক শক্তির ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।

আমজাদ ফয়সাল আহমেদ মাসদাইর এলাকার এবং মো. শাহাবুদ্দিন ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা।

জেলা এনসিপি তথ্য অনুযায়ী, শাহাবুদ্দিন ও ফয়সাল দুজনই জুলাই আন্দোলনের যোদ্ধা। শাহাবুদ্দিন যাত্রাবাড়ি এবং ফয়সাল চাষাড়া থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। জুলাই আন্দোলনের আগে তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না। আন্দোলনের পর প্রথমে এনসিপিতে এবং পরে শ্রমিক শক্তিতে যুক্ত হন তারা।

ব্যক্তিগত জীবনে শাহাবুদ্দিন ও ফয়সাল দুইজনই ব্যবসায়ী। শাহাবুদ্দিনের একটি তারকাটা তৈরির কারখানা রয়েছে, আর ফয়সাল স্থানীয়ভাবে মাসদাইর এলাকায় ওয়াই-ফাই  এর ব্যবসা করেন।

সর্বশেষ

জনপ্রিয়