ধারের টাকা ফেরত চাওয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধারের টাকা ফেরত চাওয়ায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রবাসীর ছোট ভাই আহমদ ও তার বোনদের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী মোসা. শিল্পী আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সোনারগাঁ পৌরসভার খাগুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, খাগুটিয়া গ্রামের ৬নং ওয়ার্ডের মৃত সামসুদ্দিনের ছেলে আহমদ ও তার তিন বোন আছিয়া, হালিমা আক্তার ও শাহিদা প্রবাসী কাদিরের স্ত্রী মোসা. শিল্পী আক্তারের কাছ থেকে ৭ লাখ টাকা ধার নেন।
গত বৃহস্পতিবার বিকেলে শিল্পী আক্তার পাওনা টাকা চাইতে গেলে আহমদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে প্রতিবাদ করায় আহমদ কাঠের তৈরি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে শিল্পীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করেন। এরপর কিল-ঘুষি ও তলপেটে লাথি মারেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিল্পীর চিৎকারে তার সন্তানরা এগিয়ে এলে আহমদ তাদেরও মারধর ও গালিগালাজ করেন। পরে আশপাশের লোকজন এসে আহত শিল্পী আক্তারকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিল্পী আক্তার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।