১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৪৮, ১৩ আগস্ট ২০২৫

বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ব্যারিস্টার মেহেদী হাসান।

তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধুমাত্র পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিভা বিকাশে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ এখন খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ক্রিকেট ও নারী ফুটবলে আমরা গর্ব করতে পারি। অ্যাথলেটিক্স ও সাঁতারে প্রশিক্ষণ বাড়াতে হবে, আর এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য বদিউজ্জামান বদু বলেন, “খেলাধুলায় আমাদের মেয়েরা অনেক এগিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তারা ফুটবলে চ্যাম্পিয়ন হচ্ছে। ছেলে-মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, সাবেক পিপি ও ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট নবী হোসেন এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৯০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়