১১ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ২৪ নভেম্বর ২০২৪

তোলারাম কলেজ সংস্কারের দাবিতে চলছে মতামত সংগ্রহ কর্মসূচি

তোলারাম কলেজ সংস্কারের দাবিতে চলছে মতামত সংগ্রহ কর্মসূচি

সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে 'শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ' এর পক্ষ থেকে তৃতীয় দিনের মতো 'কেমন চাই আমাদের প্রাণের তোলারাম কলেজ' শীর্ষক মতামত গ্রহণ কর্মসূচি পালন করা হয়। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হয়। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্মৃতি সংসদ এর অন্যতম সংগঠক সাইদুর রহমান, মুন্নি আক্তার প্রত্যাশা, মাছুম বিল্লাহ ফারাবি, রাইসা ইসলাম, অধরা আক্তার, তারেক রহমান সহ সংগঠকরা

কর্মসূচি থেকে সাইদুর রহমান বলেন, সরকারি তোলারাম কলেজের চার বীর সন্তান শহীদ মো. মানিক মিয়া, শহীদ আব্দুর রহমান, শহীদ মাহাদি হাসান পান্থ, শহীদ নাঈম আমাদের সরকারি তোলারাম কলেজকে গৌরবান্বিত করেছে। আমরাও আমাদের এই বীর শহীদদের বাঁচিয়ে রাখবো ইতিহাসের পাতায় এবং আমাদের মুক্তির লড়াইয়ে। শহীদ আবু সাঈদ, মুগ্ধ থেকে পান্থ, নাঈম তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে যেই নতুন সম্ভাবনার বাংলাদেশ উপহার দিয়েছে তা ধরে রাখার দায়িত্ব আমাদের তরুণ সমাজেরই। এই নতুন সম্ভাবনার সময়ে আমরা আমাদের সরকারি তোলারাম কলেজকে নতুন গণতান্ত্রিক রুপ দিতে চাই। 'শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ' এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের মত এবং অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন সংস্কারের দাবি আমরা উত্থাপন করতে চাই তারই ধারাবাহিকতায় আমাদের এই মতামত সংগ্রহ কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে সকালের অংশগ্রহণ কামনা করছি।

সর্বশেষ

জনপ্রিয়