সোনারগাঁয়ে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী আশরাফউদ্দিনের

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বড় সাদিপুর কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (১২ সেপ্টেম্বর) পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আশরাফউদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, “বড় সাদিপুর কেন্দ্রীয় জামে মসজিদ কেবল ধর্মীয় উপাসনালয় নয়, এটি আমাদের অতীতের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মসজিদে যে আধুনিকায়ন হয়েছে- দামী টাইলস, এসি, ফ্যান, স্বচ্ছ কাঁচের জানালা-দরজা ও পরিপাটি রঙ- সবই এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফসল।”
তিনি উল্লেখ করেন, কেউ জমি দিয়েছেন, কেউ শ্রম, কেউ অর্থ কিংবা উপকরণ দিয়েছেন; সবার সম্মিলিত অবদানের কারণেই আজ ধনী-গরীব নির্বিশেষে সবাই একই ছাদের নিচে নামাজ আদায় করছেন।
হাজী আশরাফউদ্দিন বলেন, “ঐক্যবদ্ধ প্রচেষ্টা সবসময় ইতিবাচক পরিবর্তন আনে। আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন নিয়ে ইউনিয়নের প্রতিটি ক্ষেত্রে এমন ইতিবাচক পরিবর্তন ঘটাতে চাই। আমার লক্ষ্য হলো ইউনিয়নবাসীর কাছে আস্থার প্রতীক হয়ে ওঠা এবং সর্বস্তরের মানুষের মনের কেন্দ্রবিন্দুতে স্থান করে নেয়া।”
তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও সবার অংশগ্রহণ নিশ্চিত করাই হবে তার প্রধান অঙ্গীকার। মানুষের জন্য কাজ করলে আল্লাহও খুশি হন এবং সমাজও উপকৃত হয় বলেও তিনি বিশ্বাস করেন।