বিভিন্ন শিল্পগোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় টিকে আছে ফ্যাসিবাদের সন্ত্রাসী বাহিনী

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেছেন, “বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু নারায়ণগঞ্জে তাদের নিয়ন্ত্রণের পুরোপুরি পতন এখনো হয়নি।। তিনি অভিযোগ করেন যে ঢাকায় যে বিতর্কিত ও বিক্ষিপ্ত মিছিলগুলো হয়েছে সেগুলোর অনেকেই নারায়ণগঞ্জের লোকজন দ্বারা পরিচালিত হয়েছে এবং স্থানীয় প্রশাসন নীরব থেকে দেখে চলছে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
শাহেদ বলেন, "এখনও বিভিন্ন শিল্পগোষ্ঠী যারা তাদের ব্যবহার করে সাধারণ মানুষকে অত্যাচার করে প্রতিষ্ঠিত হয়েছে — তারা বিভিন্নভাবে সেই সন্ত্রাসীদের বেতন ও ব্যবসা দিয়ে টিকিয়ে রেখেছে।" তিনি দাবি করেন, প্রশাসন ও রাজনৈতিক দলের অনেকেই এই বিষয়ে দৃষ্টি দিতে ব্যর্থ হচ্ছে।
"এই সকল বিষয় নিয়া না আমার দলের দায়িত্বশীলদের (নারায়ণগঞ্জ) মাথা ব্যাথা আছে, না অন্য দলগুলোর।"
জেলা ও মহানগর পর্যায়ে তিনি আরও বলেন, সন্ত্রাসীরা নানাভাবে অর্থোপার্জন করছে এবং সময়ের পর সময় মিছিল-ঘটনা ঘটিয়ে ভয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শাহেদ প্রশ্ন ছুড়ে বলেন, "অধিক সংখ্যক লাশ আর রক্তে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। তাই ঐক্যবদ্ধ শক্তির বিকল্প নেই।"
তিনি প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্তত যারা মুখে মাস্ক পড়ে মিছিল করছে এবং বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে, তাদের প্রত্যেককে খোঁজে বের করতে হবে। শাহেদ যোগ করেন, "কিন্তু আজ অব্দি কয়জনকে প্রশাসন বের করতে পেরেছে বা বের করেছে?"