‘দেশের মানুষ আর কোনো সন্ত্রাস-চাঁদাবাজের ক্ষমতায় দেখতে চায় না’

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, “দেশের মানুষ আর কোনো সন্ত্রাস-চাঁদাবাজের ক্ষমতায় দেখতে চায় না। এবার দেশের মানুষ সচেতন হয়েছে।”
শুক্রবার (১২ সেপ্টেম্বর, ২০২৫) বিকালে সদর উপজেলার মাসদাইর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়নে করণীয় বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “ডাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা সৎ ও যোগ্য নেতৃত্বকে বেছে নিয়েছে। সেই দৃষ্টান্ত প্রমাণ করে— দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তাই সবাইকে আবারও কুরআনের পক্ষে থাকার আহ্বান জানাই।”
গণসংযোগে জামায়াত নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মজলিসে সূরা সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, থানা আমীর মো. মজিবুর শেখ, সেক্রেটারি মো. ফয়সাল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “ইসলামী দল নির্বাচিত হলে সর্বস্তরের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো। সবার সহযোগিতা পেলে একটি উন্নত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ।”