১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৯, ১১ সেপ্টেম্বর ২০২৫

নতুন এসপির সঙ্গে দেখা করলেন জমিয়ত নেতারা

নতুন এসপির সঙ্গে দেখা করলেন জমিয়ত নেতারা

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎ শেষে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, আমরা এসেছি নতুন পুলিশ সুপারকে (এসপি) শুভেচ্ছা জানাতে এবং নিজেদের মধ্যে জানাশোনা বাড়ানোর জন্য।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলায় মদক, সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধ দমনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছেন। ভালো কাজের জন্য আমরা তাকে (এসপি) সর্বোচ্চ সহযোগিতা করবো। তবে নির্বাচন নিয়ে পুলিশ সুপারের সাথে কোন কথা হয়নি বলে জানান নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী।

জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা সাইনবোর্ড জোন শাখা কার্যালয় ভাঙচুরের বিষয় তিনি বলেন, আমি সহায়তা চেয়েছি এবং ওনারা ওনাদের মতো করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, সহ সভাপতি মাওলানা তৈয়ব আল হোসাইন, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সহ সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশীদ, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, মো. মোশারফ হোসেন, হাজী জসীম আলী, হাজী মোক্তার হোসেন, আবু বকর বিন সিকান্দার, মো. ওসমান গনি প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়