মাসুদুজ্জামান মেধাবী ও যোগ্য, তাঁর মাধ্যমে নারায়ণগঞ্জের উন্নয়ন সম্ভব

রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বন্দর ফরাজীকান্দা এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগ শেষে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “আমরা মাসুদুজ্জামান ভাইয়ের পক্ষ থেকে আজকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা চাই যাদের মাধ্যমে নারায়ণগঞ্জ ও বন্দরের দীর্ঘ প্রতিক্ষিত উন্নয়ন, সামাজিক সুশাসন, ব্যবসা-বাণিজ্য, রাস্তা-ঘাট, স্কুল-কলেজের উন্নয়ন সম্ভব, সেই মেধা ও যোগ্যতা রয়েছে মাসুদুজ্জামান মাসুদের। তিনি মেধাবী ও যোগ্য, তার ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মসংস্থান হয়েছে এবং সেই পরিবারগুলো সুফল ভোগ করছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই নারায়ণগঞ্জকে একজন ভালো মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে জনকল্যাণমুখী রাজনীতিকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। বিএনপি যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করব। তবে যোগ্যতার ভিত্তিতে আমরা মাসুদুজ্জামানের পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছি। শুধু সরকারি তহবিল নয়, নিজস্ব তহবিল থেকেও যিনি জনগণের কল্যাণে কাজ করার যোগ্যতা রাখেন তিনি হচ্ছেন মাসুদুজ্জামান।”
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম রিপন, শরিফুল ইসলাম শিপলু, ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, বিএনপি নেতা সরকার আলম, বিএনপি নেতা বাদল ঢালী, যুবদল নেতা ইসলেউদ্দিন ইসাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।