১১ ডিসেম্বর ২০২৪

প্রকাশিত: ২০:৩০, ২১ মে ২০২৪

জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জ কলেজের ২ শিক্ষার্থীর সাফল্য 

জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জ কলেজের ২ শিক্ষার্থীর সাফল্য 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা-জেলা-বিভাগীয় পর্যায়ের গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখলো নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা।

জাতীয় পর্যায়ে ঘ গ্রুপে নারায়ণগঞ্জ কলেজের দুই শিক্ষার্থী- পুষ্পিতা সাহা লোকনৃত্যে দ্বিতীয় ও উজ্জ্বল চন্দ্র রায় পার্থ উচ্চাঙ্গ সঙ্গীতে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে। 

মঙ্গলবার (২১ মে) ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এর আগে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় লোকনৃত্যে পুষ্পিতা সাহা উচ্চাঙ্গ সঙ্গীতে উজ্জ্বল চন্দ্র রায় পার্থ রবীন্দ্রসঙ্গীতে হুমাইয়া জাহান ছোঁয়া শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করে। 

জেলা পর্যায়ে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত গ ও ঘ গ্রুপে ১৬ টি ইভেন্টে ৩২ টি শ্রেষ্ঠ প্রতিযোগীর পুরস্কারের মধ্যে ১৩ টি পুরস্কার অর্জন করে। 

উপজেলা পর্যায়ে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা গ ও গ গ্রুপে ১৬ টি ইভেন্টে ৩২টি শ্রেষ্ঠ প্রতিযোগীর পুরস্কারের মধ্যে ২২ টি পুরস্কার লাভ করেছে।

সর্বশেষ

জনপ্রিয়