মাসুদুজ্জামানের উদ্যোগে ২২নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ
চলমান শৈত্যপ্রবাহে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা, সমাজসেবক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানাধীন ২২নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ২২নং ওয়ার্ডের ইউসুফ মঞ্জিল প্রাঙ্গণে স্থানীয় দরিদ্র ও নিম্নআয়ের প্রায় তিন শতাধিক মানুষের মাঝে শীতের চাদর বিতরণ করা হয়।
এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু।
এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মাসুদুজ্জামানের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধেরই প্রতিফলন। তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে আসছেন।
শীতবস্ত্র পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করেছে। তারা মাসুদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁর কাছ থেকে এ ধরনের উদ্যোগ প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।





































