১৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৪, ১২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন: দিপু

খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন: দিপু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে দাউদপুর ইউনিয়ন বিএনপি ও দলটির অঙ্গসংগঠন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া একমাত্র নারী প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন। বিগত সরকারের আমলে তাকে দেশ ছাড়তে বলা হয়েছিল। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছিলেন—এ দেশের জনগণই আমার সব, তাদের ছেড়ে আমি কোথাও যাব না।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমানকে গত ১৭ বছর দেশে আসতে দেওয়া হয়নি। কিন্তু তিনি দেশের বাইরে থেকেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।”

দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে দাউদপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়