সিদ্ধিরগঞ্জে সংবাদকর্মীর বাড়িতে চুরি, গ্রেপ্তার নেই
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সংবাদ কর্মীর বাড়িতে চুরির ঘটনার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি। ফলে উদ্ধার হয়নি চুরি হওয়া মালামালও।
এদিকে, ঘটনার পর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান ভুক্তভোগী সাংবাদিক আবু হানিফ ইমরান।
ইমরান সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, গত ৮ ডিসেম্বর তাদের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটার দিকে একদল ব্যক্তি তাদের বাড়িতে তৃতীয় তলার ছাদ দিয়ে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা দরজা বন্ধ করে দিয়ে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলেও দাবি করেন ওই সাংবাদিক।
এ ঘটনায় থানায় মামলা করলেও দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছেন না বলে জানান ইমরান।
তিনি বলেন, “একাধিকবার পুলিশের এসপি, ওসি ও মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করলেও মামলার তেমন কোনো অগ্রগতি হয়নি। এতে মামলার ভবিষ্যত ও লুন্ঠিত মালামাল ফেরত পাওয়া নিয়ে চরম অনিশ্চিতায় আছি।”





































