২৭ অক্টোবর ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগপৎ আন্দোলনের চতুর্থ দফা কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ অক্টোবর বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ অক্টোবর) নগর কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এই কর্মসূচি পালনের ঘোষণা দেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, “দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ের শাসন কায়েম করতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে কেবল আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্বই। আমরা ক্ষমতার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি।”
তিনি সকল নেতাকর্মীকে উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।