জামতলায় সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনের খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে বুধবার (২২ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ শহরের দক্ষিণ জামতলা এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগটি জামলতা বায়তুল মালেক জামে মসজিদ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক ও বাজারে ব্যাপকভাবে পরিচালিত হয়। এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সদর থানা সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল্লাহ, ১৩ নং ওয়ার্ড পশ্চিম শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ কামরুল ইসলাম, জামতলা শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ রিপন, ১২ নং ওয়ার্ড পূর্ব সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন, ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সেক্রেটারি ফজলে রাব্বি এবং প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, এই গণসংযোগের মাধ্যমে প্রার্থীর জনসংযোগ বাড়ানো এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা লক্ষ্য।