জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

উৎসবমুখর পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গণির অনুমোদনক্রমে ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. আরিফুল ইসলাম আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি পদে মো. রনি মিয়া ও আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন আহমেদসহ কার্যনির্বাহী সদস্য পদে আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি ঘোষণার পর জেলার সর্বস্তরের সাংবাদিকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মানোন্নয়ন, তথ্যের সঠিক ব্যবহার এবং মুক্ত সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি আছিয়া আক্তার, মহাসচিব মো. আলমগীর গনি এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
কমিটির নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তারা জেলা পর্যায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনস্বার্থ রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকতার ভূমিকা শক্তিশালী করতে কাজ করবেন।
তাদের আরও দাবি, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের চতুর্থ স্তম্ভ। তাই দায়িত্বশীল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নারায়ণগঞ্জকে ইতিবাচকভাবে উপস্থাপন করাই হবে এই কমিটির মূল অঙ্গীকার।