বিএনপি সবসময় মানুষের অধিকারের পক্ষে কাজ করে এসেছে: আজাদ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের কালীরবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন।
প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ বলেন, “জননেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই। বিএনপি সবসময় মানুষের অধিকারের পক্ষে কাজ করে এসেছে। পূজা উদযাপনসহ সকল ধর্মীয় উৎসবে আমরা অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।”
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপ্রিয় মানুষ। তাদের নির্বিঘ্নে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় অনুষ্ঠান পালনের নিশ্চয়তা দিতে হবে। তারেক রহমান নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মের মানুষ যাতে হয়রানি বা নির্যাতনের শিকার না হয়, সেটা নিশ্চিত করা বিএনপির দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আপনারা সংখ্যালঘু নন, আপনারা বাংলাদেশের নাগরিক। আমাদের যেমন অধিকার, আপনাদেরও তেমনি সমান অধিকার রয়েছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, “বাংলাদেশে হিন্দু-মুসলমানকে আলাদা করে দেখা বা রাজনৈতিক স্বার্থে বিভাজন সৃষ্টি করা লজ্জাজনক। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেটা আমাদের সকলের দায়িত্ব।”
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান তনু, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী প্রবীর কুমার সাহা, সাবেক ট্রাস্টি হিন্দু কল্যাণ ট্রাস্ট শ্রী পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী এবং মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী পূর্ণ স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তাপস কর্মকার প্রমুখ।
সভাটি সার্বিকভাবে পরিচালনায় ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদক সাহা ও সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস।