২৭ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৫৫, ২৬ আগস্ট ২০২৫

চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পঞ্চবটি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফোরামের চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, “সংস্কারের নামে বছরের পর বছর কালক্ষেপণ চলছে। জাতীয় রাজনীতির মতোই রাস্তা সংস্কারের ক্ষেত্রেও আজ করবো, কাল করবো—এমন অজুহাতে মানুষকে কষ্টে রাখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “চাষাড়া যেতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। এই ভোগান্তির দায় কে নেবে? আগামী এক সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি দেখা না গেলে হাজার হাজার মানুষ নিয়ে আমরা রাজপথে নামবো।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন, নাসির উদ্দিন খোকন, আশরাফুল ইসলাম ফরিদ প্রমুখ।

মানববন্ধন শেষে ঘোষণা দেওয়া হয়- আগামীকাল (২৬ আগস্ট) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়