নারায়ণগঞ্জ রেলস্টেশনে পথশিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব

নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় পথশিশুদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) আয়াত এডুকেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে “স্বপ্নছোঁয়া পাঠশালা”র শিশুদের হাসি-আনন্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা শিক্ষক ও সাংবাদিক ইউসুফ আলী প্রধান, আয়াত এডুকেশনের সহকারী প্রকল্প কর্মকর্তা মো. সরওয়ার আলম, ফিল্ড ফ্যাসিলিটেটর আনন্যা রহমান এবং ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের স্বেচ্ছাসেবীরা।
দিনব্যাপী আয়োজনে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ছবি আঁকার প্রতিযোগিতা, বাস্কেটবল খেলা, কবিতা আবৃত্তি, গান ও আনন্দ আড্ডা। উৎসবকে ঘিরে শিশুদের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য।
আয়োজকদের মতে, শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতাকে উজ্জীবিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
সহকারী প্রকল্প কর্মকর্তা মো. সরওয়ার আলম বলেন, “পথশিশুরা সমাজের অবহেলিত অংশ হলেও তাদের স্বপ্নগুলো একেবারেই আলাদা নয়। আনন্দ দেওয়া ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব।”
বিদ্যালয়ের পরিচালক ও সাংবাদিক ইউসুফ আলী প্রধান বলেন, “আজকের এই আয়োজন শিশুদের ভেতরে নতুন উৎসাহ তৈরি করেছে। আমরা চাই, এমন উদ্যোগ নিয়মিত হোক।”
স্বেচ্ছাসেবীরা জানান, এ ধরনের আয়োজন শুধু শিশুদের নয় বরং পুরো সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।