০৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ২ আগস্ট ২০২৫

কুতুবপুরে খেলাফত মজলিস প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ

কুতুবপুরে খেলাফত মজলিস প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ ফতুল্লার কুতুবপুরে গণসংযোগ করেছেন। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত তিনি কুতুবপুর ইউনিয়নের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা দেওয়াল ঘড়ি প্রতীক সংবলিত প্ল্যাকার্ড বহন করে এবং সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে ইলিয়াস আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক শরীফ মিয়া, থানা সহ-সভাপতি আব্দুল করিম মিন্টু, আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দীন, কুতুবপুর ইউনিয়ন সভাপতি মুফতী জাকির হুসাইন, সাধারণ সম্পাদক আলী আকবরসহ দলটির নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়