একদিনে দেড় হাজার বৃক্ষরোপণ উদ্বোধন করলেন নারায়ণগঞ্জের ডিসি

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় একদিনেই ১ হাজার ৫০০টি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশ পাইপ সড়ক, ডিএনডি খালসংলগ্ন রাস্তা ও ফকির রোডজুড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি এ সময় একটি পলাশ গাছের চারা রোপণ করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১ লাখ বৃক্ষরোপণের কার্যক্রম দ্রুতই সফলভাবে সমাপ্ত হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল শিগগিরই জেলার মানুষ পাবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাংলা সমাজকল্যাণ সংস্থা, ভূইঘর সোনালী সংসদ, পরিবর্তন সমাজকল্যাণ সংস্থা, মাদার ওয়েলফেয়ার ও প্রভারটি অ্যান্ড গ্রীণ মুভমেন্ট এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এ কর্মসূচি প্রতিদিন চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।