সাধারণ পাঠাগারের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জের উন্নয়নে গ্রন্থপাঠের মাধ্যমে যুব সমাজকে শিক্ষালাভ করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড নারায়ণগঞ্জের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।
তিনি বলেন, “তারুণ্য শক্তিতে বলিয়ান হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মেধা ও মননের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তরুণদেরকে পাঠাগারমুখী করে জ্ঞানের ভিত্তিকে শক্তিশালী করতে হবে।”
শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লাস্থ সাধারণ পাঠাগার প্রাঙ্গণে ২০২৫-২০২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি এস. এম. সামসুল হক।
প্রধান অতিথি মর্তুজা শরিফুল ইসলাম নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি মঈন আহসান, নবনির্বাচিত সভাপতি কুতুবউদ্দিন শাহীন, সহ-সভাপতি চৌধুরী মাহাবুব রহমান, শামসুল আলম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম। এছাড়া প্রাক্তন সাধারণ সম্পাদক মনির হোসাইনসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৭) এর সদস্যরা হলেন, সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন, সহ-সভাপতি মো. মাহবুব রহমান চৌধুরী, মো. শামছুল আলম, জুলেখা বেগম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত সিয়াম, ইব্রাহিম চৌধুরী মাহী, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক আকলিমা হামিদ অনু, সহ-সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক শামছুস সালেহীন, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক রাইয়ান হোসেন আলভী, সহ তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক ইবনে আহমেদ রবিন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রবিন আহমেদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আমানতউল্লাহ মারফি, সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল আলম বাদল, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাফফাত আহমেদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মো. কামরুল হাসান, সহ-অর্থ ও পরিকল্পনা সম্পাদক মো. তানভীর মাহমুদ শিশির, ক্রীড়া ও শরীরচর্চা সম্পাদক তাসনিম আলম টুটুল, সহ-ক্রীড়া ও শরীরচর্চা সম্পাদক মো. তানজিল, মহিলা ও শিশু সম্পাদক রুমানা চৌধুরী, সহ-মহিলা ও শিশু সম্পাদক দিল নওশিনা হক দিনা।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, মঈন আহসান, এ. এস. এম. আবদুল্লাহ রিপন, মো. জাহিদ হোসেন লাভলু, মো. আবু সাঈদ, আফরোজা আহমেদ আঁখি, মো. নাজমুল হাসান (রুমি), মো. মনির হোসাইন, মো. জসিমউদ্দিন, মো. তানভির আহমেদ রাজীব, মো. দিদারুল ইসলাম, মো. মতিউর রহমান মুন্না, আলী ইমরান, ডা. মোহাম্মদ ইব্রাহীম খলিল, তুষার মাহমুদ।