সাত দিনব্যাপি খাজা মঈনুদ্দিন চিশতীর বাৎসরিক ওরশ শুরু

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল আজমীরী গলিতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৬৬ তম সাত দিনব্যাপি বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত দশটায় তরিকার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ওরশ মোবারক উদ্বোধন করেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই। এসময় পীরজাদাদের ভাগিনা সৈয়দ সাফা হাসান উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ওরশ উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সহ সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, আলহাজ্ব মো. সহিদুল্লাহ, শফিকুল ইসলাম লিটন, মমতাজুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, সহ কোষাধ্যক্ষ ফাইজুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক রুহুল আমীন স্বপন, সহ প্রচার সম্পাদক মো. মিঠু হাসান, সহ দপ্তর সম্পাদক মো. রিফাত, কমিটির সদস্য আব্দুল হালিম, ইমামুল হাসান স্বপন, গোলাম সারোয়ার শুভ, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ তরিকার পীর ভাই বোন ও আশেকান ভক্তবৃন্দ।
ওরশ মোবারকের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাবুরাইল এলাকায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নক্সেবন্দ (রহঃ) খানকায়ে দারুল ইসক প্রতিদিন রাত ৯টায় কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারী সকালে নেওয়াজ বিতরণ, ও বাদ আছর আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে।
সাত দিন ব্যাপী ওরশে বাংলা গান পরিবেশন করবেন দেশের প্রখ্যাত বাউল শিল্পী মো. আবুল সরকার বনাম মো. আক্তার দেওয়ান, মো. লাল মিয়া বয়াতী বনাম মো. নূরে আলম সরকার, মো. ফেরদৌস সরকার বনাম মো. শরীফ সরকার, মো. আমির হোসেন বয়াতী বনাম লিটন নগরী, মো. রাজ্জাক দেওয়ান বনাম মো. দিদার চৌধুরী, মো. জালাল দেওয়ান বনাম মো. ফজল সরকার।
উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:)। তখন থেকে এ ওরশ শরীফ পরিচালনা করতেন আলী আহম্মদ চুনকা, এরপর দয়িত্ব পালন করেন জামির আহমেদ জমু, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আলমাস সরদার, আলহাজ্ব মো. শহীদুল্লাহ। বর্তমানে ওরশ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন- আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী রেজা রিপন।
প্রেস নারায়ণগঞ্জ.কম