সংস্কারহীন শিবু মার্কেট-পোস্ট অফিস সড়কে নিত্য যানজট

নারায়ণগঞ্জের ফতুল্লার গুরুত্বপূর্ণ শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভাঙাচোরা, খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শতাধিক কল-কারখানা ঘিরে থাকা এই সড়কে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে।
সরেজমিনে দেখা যায়, প্রতি পাঁচ মিনিটে অন্তত ২০টি ছোট-বড় যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করছে। ভারী যানবাহনের চাপ, ভাঙা রাস্তায় অটোরিকশা ও লরির ভিড় মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সদর উপজেলা পরিষদের সামনেও সড়কটিতে দীর্ঘ যানজট নিত্যদিনের।
শিবু মার্কেট এলাকায় ট্রাফিক বক্স থাকলেও বেশিরভাগ সময় সেখানে পুলিশ থাকে না বলে অভিযোগ স্থানীয়দের। ফলে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয় না।
অটোরিকশা চালক আলমগীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা ভাঙা, কাদা আর উঁচু-নিচার কারণে গাড়ি বারবার ভাঙে। চাকা ফেটে যায়, ঝাঁকুনিতে জাম্পার-বিয়ারিং খুলে যায়। ইনকামের টাকা গ্যারেজ আর গাড়ি মেরামতে শেষ হয়ে যায়, সংসার চালাতে কষ্ট হয়।”
সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সাঈদুর রহমানকে প্রতিদিন এ সড়কটি ব্যবহার করতে হয়। কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে সড়কটির বিকল্প নেই।
সম্প্রতি কলেজে যাওয়ার পথে কথা হলে এ কলেজছাত্র বলেন, “একটার মধ্যে বাসায় ফেরার কথা, কিন্তু এখনও রাস্তায় আছি। পোস্ট অফিস মোড়ে আধাঘণ্টা জ্যামে দাঁড়িয়ে ছিলাম, পরে অটো পেলাম। প্রতিদিনই একই অবস্থা।”
অপর এক শিক্ষার্থী মানিক আকন্দ বলেন, “বৃষ্টির দিনে অবস্থা সবচেয়ে খারাপ হয়। কাদা আর পানি জমে থাকে। বড় ট্রাক প্রবেশ করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।”
সড়কের বেহাল দশার কারণে ছোট-খাটো দুর্ঘটনাও ঘটে বলে জানালের স্থানীয় বাসিন্দারা।
তবে সড়কের সংস্কারের বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ রমজান হোসেন বলেন, “পদ্মা ওয়েল কোম্পানি তেলের পাইপলাইন বসানোর জন্য রাস্তার একাংশ খনন করেছিল। সেটি সংস্কারে একটি টেন্ডার পেয়েছি। পুরো রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে পরিদর্শন করেছেন। আশা করছি দ্রুতই টেন্ডার পাওয়া যাবে এবং সংস্কারকাজ শুরু হবে।”