১১ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৪২, ১০ সেপ্টেম্বর ২০২৫

‘মব নিয়ন্ত্রণের’ দাবিতে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

‘মব নিয়ন্ত্রণের’ দাবিতে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

অন্তর্বর্তীকালীন সরকার ‘মব’ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজবাড়ীতে কবর খুঁড়ে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানানো হয়।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিনা তাজরীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, সাবেক সভাপতি ভবানী শংকর রায় ও অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, শিল্পী অমল আকাশ, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সমমনার সভাপতি দুলাল সাহা, সুজন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, “নবী করীম বলেছেন, শত্রুর লাশও বিকৃত করো না। মৃত ব্যক্তির সঙ্গে দুশমনি চলে না। অথচ ধর্ম ও ঈমান রক্ষার নামে যে বর্বরতা চালানো হয়েছে তা মানবতার বিরুদ্ধেই নয়, ইসলামের বিরুদ্ধেও।”

তারা আরও বলেন, “কারবালার ময়দানে যেমন ইয়াজিদিরা ইমাম হোসাইনকে হত্যা করেছিল, তেমনি আজকের এই বর্বররাই ইসলামের নাম নিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করছে।”

বক্তাদের অভিযোগ, একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাজার, খানকা, মসজিদ-মন্দিরে হামলাও হয়েছে। সরকার কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং এসব মবকে প্রশ্রয় দিয়েছে।

“প্রেসার গ্রুপ তৈরি করে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা চলছে। অথচ জনগণের আন্দোলনই এর আগে স্বৈরতন্ত্রকে পতন ঘটিয়েছে।”

সরকার মব নিয়ন্ত্রণে শতভাগ ব্যর্থ হয়েছে উল্লেখ করে বক্তারা সতর্ক করেন, “এখনও সময় আছে। কার্যকর পদক্ষেপ নিতে হবে। জুলাই আন্দোলনে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিল, সেটি কোনো মৌলবাদী বা সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয়। আমরা বাংলাদেশকে ভারত বা পাকিস্তানের অনুগত রাষ্ট্র হিসেবে দেখতে চাই না। জনগণ যখন রাস্তায় নামে, তখন সেনাবাহিনী কিংবা পুলিশ কেউ শাসকদের রক্ষা করতে পারে না। ধর্মীয় ও জাতিগত অধিকারের সুরক্ষায় সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।”

সর্বশেষ

জনপ্রিয়