সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রিয়া মনি (২৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম ম-লের মেয়ে। তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি র্যাংকস কারখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তাদের বিয়ে হয় নয় মাস আগে। এর আগেও আদিলের একটি বিয়ে ছিল বলে জানা গেছে।
স্থানীয় শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে আদিল হোসেন বাসা থেকে বাইরে গিয়ে খাবার কিনতে যান। প্রায় এক ঘণ্টা পরে ফিরে এসে তিনি রুমের ভেতরে রিয়া মনির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আটক আদিলের দাবি, তিনি বাইরে থাকা অবস্থায় অজ্ঞাত কেউ এ হত্যাকা- ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন বলেন, “ঘটনার পর স্বামী আদিল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকা-ের কারণ উদঘাটনে তদন্ত চলছে।”





































