সোনারগাঁয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আষাড়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর মো. সামরুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে তল্লাশি চালানোর সময় কুমিল্লাগামী মিয়ামি পরিবহনের (কুমিল্লা-ব-১১-০৩৪৯) একটি বাস থামান। এ সময় বাস থেকে এক ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
আটক ব্যক্তি কুমিল্লার বুড়িচং থানার পাহাড়পুর মাস্টারবাড়ী গ্রামের মো. নাসির আহম্মেদের ছেলে মো. আহাদ আহম্মেদ জিসান (২৩)।
পরে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটক জিসানকে শনিবার আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।