সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে অভিনব কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় অভিনব কর্মসূচি পালন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (৭ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি’র ব্যানারে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের চেয়ারম্যান মশারির ভেতরে বসে প্রতীকী প্রতিবাদ জানান এবং জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ দেখতে ভিড় করেন পথচারী ও উৎসুক জনতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মীযানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ হোসাইন বলেন, “বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তাই প্রতীকীভাবে মশারির ভেতরে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করেছি। আমরা চাই সবাই সচেতন হোক, নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখুক, যাতে ডেঙ্গু বাহিত এডিস মশা বংশবিস্তার করতে না পারে। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল অস্ত্র।”
এই সময় আরও উপস্থিত ছিলেন—ডক্টর হেলথকেয়ার হাসপাতালের চেয়ারম্যান হাজী আবুল কাসেম মোল্লা, প্রতিবন্ধী শিশু ও যুবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএ মহিন সরদার, বৈদ্যারবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আনিসসহ সংগঠনের বিভিন্ন সদস্যরা।