০৮ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:০২, ৭ জুলাই ২০২৫

ফতুল্লায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ফেরদৌস মাদকসহ গ্রেফতার

ফতুল্লায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ফেরদৌস মাদকসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদকসহ মো. ফেরদৌস নামে একজন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল।

শনিবার (৬ জুলাই) ফতুল্লা থানাধীন লেচুবাগ বোয়ালীখাল বাঁধন কমিউনিটি সেন্টার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেরদৌসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফেরদৌস (২৯), ফতুল্লার মাসদাইর (ঘোষেরবাগ) এলাকার মো. লেবু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেরদৌস স্বীকার করেছে যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল।

ফেরদৌসের বিরুদ্ধে চুরি, মারামারি ও মাদকসহ অন্তত ১৩টি মামলা রয়েছে। এছাড়া ফতুল্লা থানার একটি মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক নির্মূলে র‍্যাব-১১ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়