০৭ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৭, ৬ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অভিযান চালিয়ে ২৩০ গ্রাম গাঁজা, ৮৪টি গাঁজার পুরিয়া, ৬টি দেশীয় অস্ত্র, ২টি চাপাতি, একটি কুরাল, ৫টি মোবাইল ফোন ও নগদ ৩২০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে আটক আলী আকবর (৫৮), সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের মৃত হাসান আলীর ছেলে।

আটককৃতকে অভিযান শেষে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়