ফতুল্লায় ইসলামী আন্দোলনের সভা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (৮ জুলাই) সকালে। সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশের তরুণ সমাজ এখন জাতির আশার প্রতীক। ২৪ জুলাইয়ের গণআন্দোলন ছিল দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদী অবস্থান।”
তিনি আরও বলেন, “জুলাই কেবল আবেগ নয়; এটি আমাদের ছাত্র ও জনগণের স্বৈরতন্ত্রবিরোধী সংগ্রাম এবং রাষ্ট্র সংস্কারের জন্য দেওয়া রক্তের প্রতীক। যারা এই দিনের গুরুত্বকে অস্বীকার করে, তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।”
শফিকুল ইসলাম জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দল হিসেবে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়, যেখানে বহু নেতাকর্মী আহত হন ও অনেকে প্রাণ হারান। “জুলাই আমাদের জন্য একটি শপথ—এই রাষ্ট্রে যেন আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে,” বলেন তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচনসহ মৌলিক রাষ্ট্র সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব আমান উল্লাহ, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব শাহ জাহান বেপারী, সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হুসাইন, জয়েন্ট সেক্রেটারি মুহা. মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহা. মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রুবেল হুসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক এম. শফিকুল ইসলাম, দফতর সম্পাদক মুহা. মুক্তার হুসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব সাইদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহা. আতিকুর রহমান, ছাত্র ও যুব সম্পাদক আলহাজ্ব শাহাদাত হোসেন রানা, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি ইমরান হুসাইন, আইন ও মানবাধিকার সম্পাদক মুহা. বেলাল হুসাইন, কৃষি ও শ্রম সম্পাদক আলহাজ্ব মুহা. ওয়াসিম উদ্দিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহা. আবুল বাশার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহা. আব্দুল জলিল, সংখ্যালঘু সম্পাদক মুহা. জহিরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহা. শরিফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহা. মাহফুজ উদ্দিন ইসলাম।
এছাড়া সহকারী পর্যায়ের নেতৃবৃন্দ মুহা. মিজানুর রহমান, মুহা. শহিদুল ইসলাম, মুহা. মোশারফ হুসাইন, মুহা. আক্তার হোসেন, মামুন ফিরোজ এবং সাধারণ সদস্যদের মধ্যে মুহা. দেলওয়ার, মুহা. আজিম উদ্দিন, ইউনুস গাজী উপস্থিত ছিলেন।