১৮ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১০, ১৭ মে ২০২৫

রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জে রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকালে আলী আহামদ চুনকা নগর মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি ও আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরীন হাবিব বলেন, “বর্তমান প্রজন্মের শিশুরা খেলা বলতে অনলাইন গেম বোঝে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। শিশুর মেধা বিকাশের জন্য তাদের মাঠে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশে অতিরিক্ত মোবাইল আসক্তি রোধ করতে হবে।”

রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল আলম বাপ্পির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মজিবুর রহমান, শিক্ষানুরাগী কবির হোসেন, আব্দুল মোতালেব, আব্দুস সালমান বেপারী, মহিউদ্দিন মাহমুদ, জামাল উদ্দিন, তোফায়েল আহমেদ সরকার, মো. নজরুল ইসলাম, ওয়ার্ল্ড সাইনের স্বত্বাধিকারী পিপি মো. মাহবুবুর রহমান, ওমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন। 

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়