১১ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪২, ১০ জুলাই ২০২৫

রূপগঞ্জে মামুন হত্যা মামলায় সাবেক ছাত্রদল নেতা বাবু গ্রেফতার 

রূপগঞ্জে মামুন হত্যা মামলায় সাবেক ছাত্রদল নেতা বাবু গ্রেফতার 

রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি জাহিদুল ইসলাম বাবু (২৮), কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (৯ জুলাই) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে শরীয়তপুর জেলার নড়িয়া থানার পাঁচগাঁও কেদারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১০ জুন বিকালে স্থানীয়রা সাব্বির হোসেন খোকা নামের একজনকে আটক করলে, ওই খবর ছড়িয়ে পড়লে আসামি জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এলাকায় অতর্কিত গুলি চালায়। পরে তিনি নেতৃত্বে আনুমানিক ২০-২৫ জন অস্ত্রধারী সঙ্গী নিয়ে ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া নয়াবাজার এলাকায় মোটরসাইকেলযোগে এসে জনৈক রাসেল ডাক্তারের দোকানের সামনে ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে (৩৫) ঘেরাও করে এলোপাতাড়িভাবে মারধর করে।

একপর্যায়ে জাহিদুল ইসলাম বাবু তার হাতে থাকা অবৈধ পিস্তল দিয়ে মামুনের মাথায় গুলি করে গুরুতর জখম করে। মামুন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এছাড়া একই সময় সাব্বির হোসেন খোকা ও রাসেল ফকির তাদের কাছে থাকা পিস্তল দিয়ে গুলি ছোড়েন, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

গুরুতর আহত অবস্থায় মামুন ভূঁইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. বাদল ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

সর্বশেষ

জনপ্রিয়