সিদ্ধিরগঞ্জে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ইসলামী সংস্কৃতির বিকাশ ও সমাজ থেকে অপসংস্কৃতি দূরীকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা সংলগ্ন ধনুহাজী ঈদগাহ মাঠে উলামায়ে কেরাম, এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও ক্বারীগণ সুমধুর কিরাআত পরিবেশন করেন। পরে দেশবরেণ্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী নসিহত পেশ করেন।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশনা, ওয়াজ ও নসিহত, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী পর্ব এবং সমাপনী দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিটি পর্বে উপস্থিত মুসল্লি ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করছে। তরুণ সমাজকে এই অপসংস্কৃতির প্রভাব থেকে রক্ষা করতে ইসলামী সংস্কৃতির চর্চা ও প্রসার সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। তাঁরা যুবসমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ইজতেমায়িয়া কমিটির তত্ত্বাবধানে আয়োজন করা হয়। এতে প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হুসাইন আহমদ, মুহতামিম, জামিয়া ফয়জিয়া ঢাকা। অনুষ্ঠানে সর্বজাতীয় পর্যায়ের একাধিক নাশিদ শিল্পীবৃন্দ সহযোগিতা করেন।





































