১৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৯, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩৩, ১২ অক্টোবর ২০২৫

বন্দরে ভুয়া ওয়ারিশ সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে

বন্দরে ভুয়া ওয়ারিশ সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে

নারায়ণগঞ্জের বন্দরে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু ও দুই মেম্বার মো. মনোয়ার এবং লাভলী মেম্বারের বিরুদ্ধে মোটা অংকের অর্থের বিনিময়ে ভুয়া ওয়ারিশ সনদপত্র দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী রিয়াদ হোসেন অভিযোগ করেছেন, তার পৈতৃক জমিজমা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ সুযোগে উক্ত ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা অসৎ উদ্দেশ্যে প্রকৃত ওয়ারিশগণের নাম বাদ দিয়ে ১০ জনের নামে ভুয়া ওয়ারিশ সনদ প্রদান করেছেন।

তিনি আরও অভিযোগ করেছেন, অভিযোগ করার পর চেয়ারম্যান ও মেম্বাররা তার পরিবারকে প্রকাশ্যে হুমকি দিয়েছে, যা তাদের জন্য নিরাপত্তাহীনতার কারণ হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু অভিযোগটি অস্বীকার করে বলেন, “এটি মিথ্যা, কোনো ভুল-ত্রুটি থাকলে আমাকে জানানো হতো।”

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত রিপোর্ট হাতে এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়