১৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৬, ১২ অক্টোবর ২০২৫

বন্দরে চা দোকানের আড়ালে গাঁজা ব্যবসা, মালিকসহ গ্রেপ্তার ২

বন্দরে চা দোকানের আড়ালে গাঁজা ব্যবসা, মালিকসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগবাড়ি এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে চা দোকান মালিক আমির হোসেন (৫৫) এবং নরসিংদী সদর থানার বীরপুর এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে দোকানের কর্মচারী হৃদয় (২৫)।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। রবিবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ নবীগঞ্জ বাগবাড়িস্থ আমির হোসেনের চা দোকানে অভিযান চালায়। এ সময় দোকান মালিক আমির হোসেনের দেহ তল্লাশি করে ৩৫০ গ্রাম গাঁজা এবং কর্মচারী হৃদয়ের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আমির হোসেন দীর্ঘদিন ধরে চা দোকানের আড়ালে গোপনে গাঁজা বিক্রি করে আসছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়