তিন মাস ধরে নিখোঁজ যুবক তানভীরের সন্ধান চায় পরিবার

কাজের সন্ধানে বের হয়ে আর ফিরে আসেননি তানভীর হাসান (৩৩) নামের এক যুবক। নিখোঁজের তিন মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। ছেলের খোঁজে দ্বারে দ্বারে ঘুরছেন মা মনোয়ারা বেগম।
নিখোঁজ তানভীর ফতুল্লার দেলপাড়া ডেউয়া তলার খায়ের আহম্মদের ছেলে।
মনোয়ারা বেগম জানান, তার ছেলে এক সময় মুদি দোকান পরিচালনা করতেন। তবে লোকসানের কারণে নিখোঁজ হওয়ার এক মাস আগে দোকান বন্ধ করে দেন। এরপর দীর্ঘদিন বেকার ছিলেন। গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও তখন থেকে বন্ধ পাওয়া যায়। পরে তিনি ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব জানান, তদন্তে জানা গেছে তানভীরের নিকট স্থানীয় অনেকেই টাকা পেতেন। নিখোঁজ হওয়ার দিন তিনি শিবু মার্কেট এলাকায় গিয়ে নিজের মোবাইল ফোনটি বিক্রি করেন। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।