২৬ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:০২, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:০৪, ২৩ আগস্ট ২০২৫

আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন

আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে আড়াইহাজার থানার সামনে সড়কে ক্লাবের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। এতে সংগঠনের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নাদিম ভূঁইয়া, রিয়াদ, আরিফুর রহমান শ্যামল, ফারুক, শাহীদা আক্তার, উজ্জ্বল, রায়হান, রায়হান খন্দকার ও শাহআলম ইসলামসহ অনেকে।

সভাপতি হাকিম ভূঁইয়া বলেন, “সারাদেশেই সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত না হলে অনিয়ম, দুর্নীতি ও হানাহানি বেড়ে যাবে। মানুষ সঠিক তথ্য থেকে বঞ্চিত হবে।” তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিকরা পুলিশের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না। তাই সাংবাদিকদের আইনী সহায়তা ও স্থানীয় পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সাংবাদিক আরিফুর রহমান শ্যামল বলেন, “হামলা ও মামলা দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। সাংবাদিকরা থেমে গেলে গণতন্ত্রও থেমে যাবে; উল্টো উৎসাহিত হবে অপরাধীরা।”

সাংবাদিক নাদিম ভূঁইয়া বলেন, “সাংবাদিক হলো সমাজের আয়না। সমাজের নানা ঘটনাই সাংবাদিকতার মাধ্যমে প্রতিফলিত হয়। তাই এই আয়না ভেঙে গেলে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে। সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”

এসময় বক্তারা সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

সর্বশেষ

জনপ্রিয়