মদনপুর-মদনগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের বেহাল দশার প্রতিবাদে এবং অবিলম্বে সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্র ও এলাকাবাসী। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টার পর ঘণ্টা এই কর্মসূচি পালন করেন তারা। এসময় অনির্দিষ্টকালের জন্য এই সড়কে যান চলাচল বন্ধ ঘোষণা করেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে অংশ নিয়ে গণধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মেহেবুবা আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, গাড়ি উল্টে যায়, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। বারবার ইউএনও ও ডিসি অফিসে স্মারকলিপি দিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সদস্য সচিব হৃদয় ভূঁইয়া বলেন, “এই সড়কে ওভারলোড পরিবহন চলাচলের কারণেই এত দ্রুত সড়কটির এমন বেহাল দশা হয়েছে। যেসব পরিবহনের বৈধ অনুমতি নেই, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে চলাচল বন্ধ করতে হবে।”
তারা অবিলম্বে সড়ক সংস্কার ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় যাত্রী ও বাসিন্দারা। তারা সড়ক সংস্কারের দাবিকে যৌক্তিক বলে সমর্থন জানালেও, আন্দোলনের কারণে সাময়িক জনদুর্ভোগের কথাও তুলে ধরেন।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, “সকাল পৌনে দশটা থেকে ছাত্র-জনতা সড়ক অবরোধ করে। পরে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং আগামী রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেন। এরপর বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।”