০২ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৪, ১ আগস্ট ২০২৫

ঢাকার জুলাই গণসমাবেশে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা

ঢাকার জুলাই গণসমাবেশে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা

জুলাই গণসমাবেশে অংশ নিয়েছে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কয়েকশ’ নেতাকর্মী। দুপুরে বাসযোগে ঢাকা রওনা দিয়ে রাজধানীতে পৌঁছে মিছিল সহকারে তারা সমাবেশে যোগ দেন।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ গণসমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন। সমাবেশের সভাপতি ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সমাবেশের উদ্বোধন করেন অভ্যুত্থানে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আয়েশা বেগম।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী তারিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান দ্বিপু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, যুব ফেডারেশনের জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতিসহ গণসংহতি আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়