ফতুল্লায় যুবদল নেতা শাহিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনে এ আয়োজন করে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত যুবদল নেতা মো. শাহিন ছিলেন রাজপথের নিবেদিত সৈনিক। তিনি সব সময় আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকতেন এবং প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে অনুসারীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। বক্তারা আরও বলেন, শাহিনের মৃত্যুদিনে সারা দেশ ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে উত্তপ্ত। আওয়ামী সন্ত্রাস ও গ্রেপ্তার আতঙ্কের কারণে সেদিন আমরা অনেকেই শাহিনকে শেষবারের মতো দেখতে বা জানাজায় অংশ নিতে পারিনি।
আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের থানা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার ও সাধারণ সম্পাদক ইমন, থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহআলম পাটোয়ারী, ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিলন ঢালী, ফতুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি অরুন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল, শ্রমিক দলের ইউনিয়ন শাখার সদস্য সচিব আমির হোসেন মোল্লা, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল চৌধুরী, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. পারভেজ মিয়া, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সৈকত রাজ, রাহাত চৌধুরী, সৈয়দ মিশু প্রমুখ।