ভাড়া চাওয়ায় বিএনপির অফিসে খুনে মামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির নেতা-কর্মীদের হাতে নিহত মো. জাহাঙ্গীর হোসেনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সেলিনা বেগম বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন বলে জানান এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।
এ মামলায় বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তার হাসেম (৪৫) আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের সালমদীর আহাম্মদ আলীর ছেলে। তিনি এ মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন বলে জানিয়ে ওসি বলেন, “অপর আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
মামলায় আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য তোতা মিয়া প্রধান, তার ছেলে জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক খোকন প্রধান, আরেক ছেলে মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রাসেল প্রধান, তোতার ভাই বেনু প্রধান, ভাতিজা আলম প্রধান, সাদ্দাম হোসেনসহ নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তোতা মিয়া প্রধান, খোকন প্রধান, রাসেল প্রধান, আলম প্রধান ও সাদ্দামকে বুধবার রাতেই প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারের তিনটি দোকানঘর একত্র করে গড়ে তোলা হয়েছিল স্থানীয় বিএনপির একটি কার্যালয়। তিনটি দোকানঘরের একটি ছিল মো. জাহাঙ্গীর হোসেনের।
কিন্তু তাকে কোনো ভাড়া দিচ্ছিলেন না কার্যালয় গড়ে তোলা বিএনপি নেতা তোতা মিয়া প্রধান। গত বুধবার সকালে ওই দোকানের বকেয়া ভাড়া চাওয়া নিয়ে দ্বন্দ্বে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মারধরে প্রাণ হারান জাহাঙ্গীর।
জাহাঙ্গীর নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক পদে ছিলেন।
তার পরিবারের সদস্যরা বলেন, বিএনপির কার্যালয় গড়ে তোলা দোকানঘরটির ভাড়া চেয়েও না পেয়ে সেখানে নিজেই মুদি মালামাল তুলে ব্যবসা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নিহত দোকান মালিক মো. জাহাঙ্গীর হোসেন।