রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে দখলমুক্ত করা হয় মহাসড়কের উভয় পাশ।
অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।
ইউএনও সাইফুল ইসলাম জানান, ‘মহাসড়কের উভয় পাশে গড়ে উঠেছিল অন্তত ১৪-১৫টি মার্কেট, যেখানে কাঁচাবাজার, কাপড়, কসমেটিকস ও অন্যান্য ভাসমান দোকান বসিয়ে সড়কের এক-তৃতীয়াংশ দখল করে রাখা হয়েছিল। এ দোকানগুলো থেকে প্রতিদিন চাঁদাবাজি চলত লাখ লাখ টাকার। এর ফলে দীর্ঘ যানজটের পাশাপাশি পথচারীদের দুর্ভোগের শিকার হতে হতো প্রতিনিয়ত।’
তিনি আরও বলেন, ‘মহাসড়ক দখল করে কেউ আর কোনো দোকান বসাতে পারবে না। দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় দখল করলে দোকানদারদের আটকও করা হবে।’
অভিযান শেষে পুরো সড়ক দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানায় স্থানীয়রা।