বাসদের গণসমাবেশ ও মিছিল
মুক্তিযুদ্ধের চেতনা ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি

নারায়ণগঞ্জে ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান’-এর এক বছর পূর্তি উপলক্ষে গণসমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বাসদের নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, বাংলাদেশ জাসদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সোলেমান দেওয়ান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ ও বাসদ জেলা কমিটির সদস্য এস এম কাদির।
বক্তব্যে রতন বলেন, “বাংলাদেশের জনগণ কখনো অন্যায়, জুলুম, স্বৈরশাসন মেনে নেয়নি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান আবারও তা প্রমাণ করেছে। কিন্তু এক বছরের মধ্যেই সেই চেতনা ও আকাঙ্ক্ষা পদদলিত করা হচ্ছে। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ গঠনের যে স্বপ্ন নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, তা ক্রমেই ফিকে হয়ে আসছে।”
তিনি বলেন, “বর্তমান সরকার নানা অনিয়ম ও এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়েছে। এখন পর্যন্ত আহত-নিহতদের পূর্ণ তালিকা প্রকাশ হয়নি। চট্টগ্রাম বন্দর টার্মিনাল ইজারা, রাখাইনে করিডোর প্রদান, স্টারলিংকের সঙ্গে চুক্তি ইত্যাদি সিদ্ধান্ত জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও সন্দেহ তৈরি করছে।”
গণসমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, আন্দোলনের পর আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। নারীদের ওপর উগ্র ধর্মীয় গোষ্ঠীর হামলা, সংখ্যালঘু উপাসনালয় ও মাজারে হামলার ঘটনাগুলো সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিরও অভিযোগ তোলেন বক্তারা।
ডিএনডি জলাবদ্ধতা প্রসঙ্গে বক্তারা বলেন, “সিটি করপোরেশনের সুয়ারেজ কাজের ধীরগতি ও সমন্বয়হীনতায় নাগরিকরা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
তারা আরও অভিযোগ করেন, শিল্প এলাকায় শ্রমিক ছাঁটাই, হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের হয়রানি ও মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে একটি অস্থিরতা তৈরি করা হচ্ছে। এ অবস্থার দ্রুত সমাধান চেয়েছেন নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।