০২ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৩, ১ আগস্ট ২০২৫

"সন্ত্রাসমুক্ত ও শান্তিময় দেশ গড়তে হলে ইসলামী শক্তির বিকল্প নেই"

নারায়ণগঞ্জ-৫ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, "সন্ত্রাসমুক্ত ও শান্তিময় দেশ গড়তে হলে ইসলামী শক্তির বিকল্প নেই।" তিনি বলেন, "পীর সাহেব চরমোনাইয়ের ঐতিহাসিক ঘোষণা অনুযায়ী, আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটি ভোটের বাক্সে অংশ নেবে, যাতে শান্তিকামী জনগণ ইসলামের পক্ষে ভোট দিয়ে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গড়ার সুযোগ পান।"

শুক্রবার (১ আগস্ট) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডে গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. শাহীন আদনান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি মুহা. সোহেল প্রধান, সেক্রেটারি আ. মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি ফিরবে। ইসলামী নেতৃত্ব ক্ষমতায় গেলে তারা ক্ষমতার জন্য লালায়িত হবে না, বরং মানুষের কল্যাণে ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করবে। তাই আসুন—আমরা সব ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিকে চিরতরে বিদায় দিয়ে ইসলামী নেতৃত্বকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হই।”

সর্বশেষ

জনপ্রিয়