২৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫০, ২৭ ডিসেম্বর ২০২৫

কাশিপুরে আওয়ামী লীগ নেতা নূর হোসেন গ্রেপ্তার

কাশিপুরে আওয়ামী লীগ নেতা নূর হোসেন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নূর হোসেন মৃত সেকেন্দার আলী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নূর হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্টসহ একাধিক মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়