০৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৬, ৩ ডিসেম্বর ২০২৫

পরিবেশ দূষণের অভিযোগে বুনন ডাইংয়ের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশ দূষণের অভিযোগে বুনন ডাইংয়ের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগে ‘বুনন ডাইং’ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে কারখানার বৈদ্যুতিক মিটার ও গ্যাস মিটার খুলে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়াও অংশ নেন।

বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফতুল্লার পোস্ট অফিস রোডে অবস্থিত বুনন ডাইং (পূর্বের নাম: বিসমিল্লাহ টুইস্টিং/বলাকা ডাইং, আশহী ডাইং) কারখানাটি তরল বর্জ্য উৎপন্ন করলেও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করেনি এবং ইটিপি-এটিপি স্থাপন ছাড়াই উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল।

গত ৩০ নভেম্বর একই অভিযোগে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করা হয়েছিল। এরপরও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এবার গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

উপপরিচালক রাসেদ বলেন, “পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন করে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না করা পর্যন্ত কারখানাটি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।”

তিনি আরও জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়