২৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩৮, ২৫ জানুয়ারি ২০২৬

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক ইকবালের শয্যাপাশে সহকর্মীরা

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক ইকবালের শয্যাপাশে সহকর্মীরা

বন্দর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেনের কিডনির অসুস্থতা জানতে পেরে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বন্দরের গণমাধ্যম কর্মীরা তাকে দেখতে ঢাকার শেরেবাংলা নগর ন্যাশনাল অব কিডনি ডিজিজ হসপিটালে ছুটে যান এবং শারীরিক খোঁজখবর নেন।

সাংবাদিক জিএম সুমন বলেন, “আমাদের সহকর্মী ইকবাল কিডনির রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্রুত আরোগ্য দান করুন।”
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম আব্দুল্লাহ, দৈনিক সংবাদ চর্চার বন্দর প্রতিনিধি শেখ আরিফ, ও দৈনিক নীরবাংলার বন্দর প্রতিনিধি বিল্লাল হোসেন।

উল্লেখ্য, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন এবং গত ১৮ জানুয়ারি ঢাকার আগারগাঁও ন্যাশনাল অব কিডনি ডিজিজ হসপিটালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা পূর্বের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়