২৪ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৬, ২৪ জানুয়ারি ২০২৬

শীতার্ত মানুষের মাঝে বাসদ কুতুবপুর ইউনিয়ন শাখার কম্বল বিতরণ

শীতার্ত মানুষের মাঝে বাসদ কুতুবপুর ইউনিয়ন শাখার কম্বল বিতরণ

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাসদ কুতুবপুর ইউনিয়ন শাখা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় কুতুবপুর ইউনিয়ন শাখার কার্যালয় থেকে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়। এতে এলাকার অসহায়, শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ কুতুবপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক এস.এম. কাদির, ফতুল্লা ইউনিয়ন শাখার আহ্বায়ক এম.এ. মিল্টন এবং পাগলা অঞ্চলের নেতা মোরশেদ রহমান পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কম্বল বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশে চরম বৈষম্য, লুটপাট ও দমনমূলক রাজনীতির ফলে সাধারণ মানুষ আজ নানামুখী সংকটে নিপতিত। শীত মৌসুম এলেই গরিব ও শ্রমজীবী মানুষের দুর্দশা আরও তীব্র আকার ধারণ করে। অথচ রাষ্ট্র ও সমাজের বিত্তবানদের দায়বদ্ধতা থাকা সত্ত্বেও শীতার্ত মানুষের মৌলিক চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

তারা আরও বলেন, বাসদ সবসময় শ্রমজীবী ও মেহনতি মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকেই বাসদ এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

নেতৃবৃন্দ সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে এসে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে গণতান্ত্রিক ও প্রগতিশীল সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়